Header Ads

Vector Theory

১। ভেক্টর কাকে বলেকীভাবে কোনও ভেক্টরকে গ্রাফিকভাবে উপস্থাপন করা হয়?
উওরঃ ভৌতজগতের যে সকল রাশিগুলোকে মান এবং দিক দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তাদেরকে ভেক্টর রাশি বলে। উদাহরণঃ বেগত্বরণবল এবং গতিবেগ।
ভেক্টর রাশির গ্রাফিকাল প্রকাশঃ একটি ভেক্টরকে তীর চিহ্ন সহ একটি নির্দেশক রেখাংশ দ্বারা উপস্থাপন করা হয়। রেখার দৈর্ঘ্য দ্বারা ভেক্টর রাশির মান ও তীর চিহ্ন দ্বারা তার দিক বুঝায়। নিচের চিত্র একটি ভেক্টর রাশি নির্দেশ করে।

No comments

Powered by Blogger.